কক্সবাজারে এসএসসি পরিক্ষার ৪ কেন্দ্র সচিবকে অব্যাহতি

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

এসএসসি পরিক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১৯ এর ১৪ (ট) ধারা এবং এসএসসি পরিক্ষা’১৯ এর ১১ এবং ১২ ধারা লংঘন করায় কক্সবাজারের ৪ কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়ে তদস্থলে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃপক্ষ।

গত ৪-২-১৯ইং পরিক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সাক্ষরিত স্মারক নং-চশিবো/পরী/মাধ্য/পরি-১ (১০)২০১৬/২৫০৫ (২৫) এত মূলে কক্সবাজারের ৪ কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত কেন্দ্র সচিবরা হলেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ নাছির উদ্দিনের স্থলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল হাশেমের স্থলে আব্দুল কাদের, উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আমিনুল এহসান মানিককে পরিবর্তন করে মোঃ ইদ্রিস মিয়া এবং উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রোকেয়া খানমকে অব্যাহতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকা ফাতেমা জাহানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও খবর