গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
প্রাকৃতিক দৃর্শ্যে ঘেরা পর্যটন নগরী এক ঝটিকা সফরে টেকনাফ ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিষ্টার জং। তথ্য সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী সকাল ১০টায় টেকনাফ সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় চীনা রাষ্ট্রদুতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন কমলমতি শিশু শিক্ষার্থী।
এই বরণ অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ সাইফুলসহ আরো অনেকে।
এক্সক্লুসিভ ট্যুরিজম জোনের কাজের অগ্রগতি পরিদর্শন করার পর তিনি ১৫জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ডায়েরি,কলম বিতরণ করেন।
এই সময় তিনি বলেন টেকনাফ উপজেলার শিক্ষার মান উন্নয়নে চীনা সরকার পাশে থাকবে বলে মত প্রকাশ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-