চট্টগ্রাম: নগরের বন্দর এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ ফেব্রুয়ারি) বন্দর এলাকার মনছুর মার্কেটের সামনে থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার মো. খুরশীদ (৩০), বান্দরবানের লামা উপজেলার মো. ইলিয়াছ (২৮) ও নগরের আকবর শাহ এলাকার আবু বক্কর সোহাগ (২৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) আরেফিন জুয়েল বলেন, ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-