গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
টেকনাফে পাহাড়ে বন্য শকুর শিকারের সময় দেশীয় লম্বা বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
গত ২৯ জানুয়ারী রাত ৮টায় টেকনাফ উপজেলার মাঠপাড়ায় অবৈধ অস্ত্র দিয়ে বন্য শুকুর শিকারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের হাবিলদার মোঃ নুরুল আমিনের নেতৃত্বে একটি টহলদল মাঠপাড়া এলাকায় জঙ্গলে অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউপির ডেইল পাড়া ক্ষেতির বিলের মৃত রাজেন্দ্র শীলের পুত্র তাপন কুমার শীল (৩৯) কে ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, বড় সীসা বল ১৫টি, ছোট সীসা বল ১৮টি, ১০ গ্রাম বারুদসহ আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ৩০ জানুয়ারী বুধবার ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম আছাদুদ-জামান চৌধুরী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-