মুহাম্মদ হিজবুল্লাহ, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় থানা সংলগ্ন মাঠ থেকে শুরু করে র্যালিটি উপজেলার চৌমুহনীস্থ প্রধান গুলো সড়ক প্রদক্ষিণ করা হয়।
উক্ত র্যালিতে অংশগ্রহণকারীরা অপরাধ বিরোধী স্লোগানে বলেন, পুলিশই জনতা’ জনতাই পুলিশ, পুলিশ জনতা ভাই ভাই মাদক মুক্ত সমাজ গড়তে চায়, বাল্য বিয়ে বন্ধ, নারি নির্যাতন বন্ধ, ট্রাফিক অাইন মেনে চলি।
র্যালিটি পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া নেতৃত্বে শুরু হয়।
এতে আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, পেকুয়া উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বাদশা, উপ-পরিদর্শক শফিকুর রহমান, আতিকুল ইসলাম, ইয়াকুব ভূঁইয়া, শিমুল নাথ, সুমন সরকার, সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন, মেজবাহ উদ্দিন, ছৈয়দ আলম ও গ্রাম পুলিশসহ স্থানীয় এলাকাবাসী ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-