কক্সবাজারে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পৃথকভাবে পুলিশ সপ্তাহ উদযাপন করা হয়েছে।আজ রবিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পুলিশ সপ্তাহ উপলক্ষে টুরিস্ট পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের করা হয় জেলা পুলিশ আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী। পৃথক দুটি দিলি কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পৃথক র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার টুরিস্ট ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সদর সার্কেল, সহকারি পুলিশ সুপার বাবুল বনিক ট্রাফিক, সহকারী পুলিশ সুপার সাইফুল আহমেদ ট্রেনিং।র‌্যালী শেষে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় ও কক্সবাজার সদর মডেল থানায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর