নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে বোরহান উদ্দিন ভুট্টো নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৬ জানুয়ারী সকাল ৮ দিকে ইউনিয়নের পশ্চিমে লবন মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ। ভুট্টো একই এলাকার অহিদুল ইসলাম ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই দেবাশীষ সরকার, এএসআই লিটনুর রহমান জয়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়।ভারুয়াখালীর পশ্চিমে লবন মাঠ থেকে ভুট্টোর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি পুর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
উদ্ধার অভিযানে যাওয়া এএসআই লিটনুর রহমান জয় জানান, নিহতের শরীরে কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। সম্ভবত দুই সন্ত্রাসী গ্রুপের মধ্য ভাগভাটোয়ারার দ্বন্দ্বের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তারপরও পুলিশ বিষয়টি অধিকতর তদন্ত চালাবে।আর নিহত বোরহানের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-