ডেস্ক রিপোর্ট – কুষ্টিয়ায় দু’দল ‘মাদক ব্যবসায়ীদের’ মধ্য গোলাগুলিতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার মুল্লাতেঘরিয়া এলাকার গাফফার শেখের বাগানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের এসআইসহ চারজন আহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মোল্লাতেঘরিয়া এলাকার গাফফার শেখের বাগানে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্য গোগাগুলির খবর পেয়ে সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যগাজিন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিহতের নামপরিচয় জানা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-