টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জমাদ্দার জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে তারই নেতৃত্বে একটি বিশেষ টহল দল উত্তর জালিয়াপাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত একটি বাড়ির পাশ হতে মাটি খুঁড়ে পাওয়া যায় ইয়াবাভর্তি একটি ড্রাম। ড্রাম হতে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া একইদিনে টেকনাফ সদরের নাজিরপাড়ার ১নং স্লুইচ গেট বরাবর আলমের লবণ প্রজেক্ট এলাকা দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবা প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি- ২ ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার আশরাফুল আলমের নেতৃত্বে ওই এলাকায় একটি টহল দল যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি রাস্তা পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে নাফনদীতে লাফ দেয় এবং সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ইয়াবা পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগটি খুলে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-