কক্সবাজারে ধর্ষণ মামলায় ইউপি সদস্য আটক

মুহিবুল্লাহ মুহিব :

ছবি- সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁতে ধর্ষণ মামলার আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান মহসিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে তাকে ঈদগাঁও সদর ইউনিয়নের চান্দেঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মহসিন চান্দেঘোনা এলাকার মাষ্টার আলতাফুর রহমানের ছেলে। তিনি ঈদগাঁও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, একটি ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি মিজান। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর