বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাতির ছড়া নামক স্থান থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ) সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা ইউনিফরম পরিহিত এই বিজিপি সদস্যকে আটক করে। পরবর্তীতে ক্যাম্প থেকে টহল দল কর্তৃক উক্ত বিজিপি সদস্যকে ভাল্লুখ খাইয়া বিওপিতে নিয়ে আসা হয়।
আটক বিজিপি সদস্যের নাম অং বোবো থিন(৩০)। তারা পিতার নাম ইউ মাই থিন। সে মায়ানমারের রেঙ্গুন জেলার বাসিন্দা। বর্তমানে আটক ব্যক্তি ১১ বিজিবি জোন সদরে অবস্হান করছে।
প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, সে মায়ানমার সেনাবাহিনীর এল আই বি- ২৮৭ ব্যাটালিয়নের সদস্য। গত এক বছর পূর্বে কেচিন প্রদেশে সংযুক্ত আছে। বতর্মানে বাংলাদেশ সীমান্ত পিলার ৫০, বান্ডুলা বিজিপি ক্যাম্পে সংযুক্ত আছেন। গত ২২ তারিখ ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯ লেম্বুছড়ি এলাকা দিয়ে কালভার্টের নিচ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কারণ গত ২২ তারিখে বান্ডুলা ক্যাম্পে তাকে কাজ করার জন্য বলা হয়। সে কাজ করতে অপারগত প্রকাশ করে। আর এই জন্য সে বাংলাদেশে প্রবেশ করেন। গত দুইদিন যাবৎ পাহাড়ে পাহাড়ে ঘুরাফেরা করছিল। আজকে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-