অনলাইন ডেস্ক- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক নদীর তীর থেকে যে দুই সৌদি বোনের মরদেহ উদ্ধার করা হয়েছিলো, তারা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার এ খবর জানিয়েছেন মার্কিন চিকিৎসকরা।
গত বছরের অক্টোবরে হাডসন নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছিলো রোতানা ফারিয়া (২২) এবং তার ১৬ বছর বয়সী বোন তালহা ফারিয়ার মরদেহ। এসময় মরদেহ দুটির পরনে ছিলো কালো কোটে। আর তাদের হাত পা শক্ত করে বাঁধা ছিল টেপ দিয়ে।
মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
ময়নাতদন্তের ফলাফল সম্পর্কে মঙ্গলবার নিউ ইয়র্কের প্রধান মার্কিন মেডিকেল একজামিনার বারবারা স্যাম্পসন বলেন, ‘আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে, ওই দুই সৌদি তরুণী আত্মহত্যা করেছেন। আর হাডসন নদীতে ঝাঁপিয়ে পড়ার আগে তারা নিজেদের একসাথে বেঁধে নিয়েছিলো।’
মরদেহ উদ্ধারের দীর্ঘ দু মাস পর ওই দুই সৌদি তরুণীর আত্মহত্যার খবর জানালেন মার্কিন চিকিৎসক।
প্রসঙ্গত, মায়ের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যান ওই দুই তরুণী। তারা সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় লাভের চেষ্টা করছিলেন। কিন্তু ওয়াশিংটনের সৌদি দূতাবাস তাদেরকে গত ২৩ অক্টোবর আমেরিকা ত্যাগ করে সৌদি আরবে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল বলে তাদের মা জানিয়েছেন। এর মাত্র একদিন পরই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-