উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট – পাঁচ ধাপে অনুষ্ঠেয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব হেলালুদ্দীন আহমদ এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সচিব জানান, ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে আগামী ৮/৯ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে উপজেলা নির্বাচন।

তিনি আরো জানান, পঞ্চম ধাপের তারিখ নির্ধারণ করা না হলেও সেটি রমজান মাসের পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর