ইয়াবা নিয়ে সাবেক বিমানবালা স্মৃতিকে কক্সবাজারের প্রেমিক জোবাইরসহ আটক

চট্টগ্রাম – ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধারের পাশা-পাশি নগরীর রেল স্টেশন এলাকা থেকে সাবেক এক বিমানবালাকে তার প্রেমিকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার জোবাইর উদ্দিন (২৮)।

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়ে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আটকের পর র‌্যাবের কাছে স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন।

মো. মাশকুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা দুইজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আরও খবর