টেকনাফ সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফে সাইরিয়ং খাল থেকে শনিবার দুপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কোস্টগার্ড।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, গোপন সংবাদে কোস্টগার্ডের সাইরিয়ং খালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল বিদেশি মদ ও ১৩০ ক্যান নিষিদ্ধ বিয়ার উদ্ধার করে। অভিযানে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত মাদক থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-