জার্নাল ডেস্ক :
ভারত থেকে বাংলাদেশে পালিয়ে ঢুকে পড়েছে কমপক্ষে ১৩শ’ রোহিঙ্গা। বুধবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভারতে অবস্থানরত রোঙ্গিাদের মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। মিয়ানমার ফিরে যাওয়ার আতঙ্কে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।
গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে দিল্লি। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে ভারত।
২০১৮ সালে ২৩০ রোহিঙ্গাকে আটক করে ভারত। দক্ষিণ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টারি সেন্টারের (এসএএইচআরডিসি) রাভি নেইর আল জাজিরাকে বলেন, বিগত কয়েক বছরে ভারতে রোহিঙ্গাদের জীবন কঠিন করে তুলেছে ভারত সরকার।
তিনি আরও বলেন, স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিত রোহিঙ্গাদের খোঁজখবর নিয়ে থাকে। রোহিঙ্গাদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের নিজেদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে দেখা গেছে জম্মু থেকে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে দুই শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-