চট্টগ্রাম: চট্টগ্রামের পূর্ব বাকলিয়া এলাকায় মাইক্রোবাসে মিলল ৫৪ কেজি গাঁজা এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন মোঃ সেলিম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ী।
চট্টগ্রাম র্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার র্যাবের একটি দল বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় শহর অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-