ডেস্ক রিপোর্ট – কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানীতে ইসি ভুক্ত এলাকায় অনুমতি বিহীন অবৈধ স্থাপনা নির্মাণ করায় চট্রগামস্থ খাতুনগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান টি কে গ্রুপকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে উখিয়ার ইনানীতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজার জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম যৌথভাবে এক অভিযান চালায়।
এসময় উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন ইসি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ব্যাতিত একতলা স্থাপনা নির্মাণ এবং দেয়াল নির্মাণ করায় চট্রগামস্থ খাতুনগঞ্জের টি কে গ্রুপকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একইসাথে আগামী একমাসের মধ্যে উক্ত ইসি এলাকা থেকে সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-