সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার বিমানবন্দর থেকে মো. আব্দুল্লাহ (৩০) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়। মঙ্গলবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে বিমানবন্দরের প্রধান ফটক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। তল্লাশীর সময় এই ইয়াবা ধরা পড়ে।
আটক মো. আব্দুল্লাহ টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহ’র ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে।
কক্সবাজার সদর মডেল থানার এএসআই আরিফ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের প্রধান ফটকে আব্দুল্লাহ গতীবিধি সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এসময় তার লাগেজে সাড়ে ৪ হাজার ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-