এনজিওতে স্থানীয়দের ছাঁটাই বন্ধে আজ বিক্ষোভ সমাবেশ

কক্সবাজার জার্নাল :

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা বিভিন্ন এনজিওতে গণহারে স্থানীয়দের চাকরিচ্যুত করার প্রতিবাদে ও চাকরি ফেরতের দাবীতে আজ সোমবার (১৪ জানুয়ারী) কক্সবাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

কক্সবাজারের নাগরিকদের অধিকার আদায়ে কাজ করা ‘আমরা কক্সবাজারবাসী’ নামে সংগঠনটির উদ্যোগে আজ সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যূত হওয়া স্থানীয়দের এবং কক্সবাজারের সর্বস্তরের ছাত্র-জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত স্থানীয়দের ছাঁটাই করে বহিরাগতদের কর্মসংস্থান করে দিচ্ছে কতিপয় কিছু এনজিও কর্মকর্তা। এনিয়ে গত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে।

আরও খবর