টেকনাফে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ‘এমপি দম্পতি’


নিজস্ব প্রতিনিধি,টেকনাফ

সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উখিয়া-টেকনাফের নব-নির্বাচিত এমপি শাহীন আক্তার ও সাবেক এমপি আবদুর রহমান বদি।

১২জানুয়ারী শনিবার দুপুরে টেকনাফ পৌর সভার চৌধুরী পাড়াস্থ নিজ বাস ভবনে টেকনাফ সাংবাদিক ফোরাম, ক্রাইম রিপোটার্স সোসাইটি’র নেতৃবৃন্দের সাথে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি মুহাম্ম তাহের নাঈম, ক্রাইম রিপোটার্স সোসাইটি’র সভাপতি গিয়াস উদ্দীন ভূলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরাম’র আহবায়ক, মুহাম্মদ জুবাইর, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব মিজানুর রশিদ মিজান, সাবেক অর্থ সম্পাদক জামাল উদ্দীন মেম্বার ,সদস্য মোঃ রফিক, ক্রাইম রিপোটার্স সোসাইটি’র প্রচার সম্পাদক শামসু উদ্দীন প্রমুখ। এসময় এমপি শাহীন আক্তার বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক,তাদের লিখনীর মাধ্যমে সাধারন মানুষের সমস্যা, সমাধানের পথ খুঁজে পায়।

উখিয়া-টেকনাফের উন্নয়নে বিগত দিনে সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা তাঁর পরিবার পেয়েছেন। বর্তমানেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর