আনম রফিকুর রশীদের কবিতা ‘ভুল’

কারওকারও ভুলও হিরণ্ময়;
ভুল চারায় ফুটে গোলাপফুল।
আমার গোলাপ টবে ধুতুরা; পচাগন্ধের মাতাল হাওয়ায় ভুলের মাশুল।

গল্পে একঅন্ধ
পা পিছলে আবিস্কারে গুপ্তধন,
আমিও অন্ধচোখে মাল খুঁজে
পা কাটি শামুকে ।

ভোটের রাজনীতিতে বারবার ভুল করা
সর্বহারা নেতার মতো বুঝেছি, অবশেষে,
চোখওয়ালার বন্ধচোখে হাঁটতে যাওয়া ভুল।
আমার গোলাপ টবে ধুতুরা; পচাগন্ধের মাতাল হাওয়ায় ভুলের মাশুল।

আরও খবর