টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা নাফনদীর একটি দ্বীপে অভিযান চালিয়ে ৩কোটি ১লক্ষ ৪০হাজার টাকা মূল্যমানের ৬০ হাজার ইয়াবা বড়ি ও ৭ কেজি গাঁজা জব্দ করেছে।
জানা যায়, ৪ জানুয়ারী সকাল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ সিজি ষ্টেশনের কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে নাফনদীর জইল্যাদ্বীপে অভিযানে গেলে মাদক চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি বস্তা পাওয়া যায়। যা সিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ৩ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যমানের ৬০ হাজার ইয়াবা বড়ি ও ৭ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ও গাঁজা টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-