উখিয়ায় অগ্নিকান্ডে বিস্কুট ফ্যাক্টরি পুড়ে ছাই :নিহত -১

শহিদুল ইসলাম, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের আগুনে পুড়ে গেছে একটি বিস্কুট ফ্যাক্টরি।এ সময় তের বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে দশ লক্ষাধিক টাকা। নিহত শিশুর নাম মোহাম্মদ আলমগীর (১৩)।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার পাতাবাড়ী খেওয়াছড়ি গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে বলে জানা গেছে। স্হানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, উখিয়ার মরিচ্যার বাজারে আবদুল মান্নান মালিকাধীন মামুন এন্ড তামান্না নামে একটি বিস্কুট ফ্যাক্টরি।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে চুল্লির আগুনে পুড়ে যায় দোকান। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় তের বছর বয়সী মোহাম্মদ আলমগীর। বিস্কুট ফ্যাক্টরি কোন মালামাল বের করতে পারেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্হল পৌছে আগুন নিয়ন্ত্রন আনেন।

হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন , অগ্নিকান্ডে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

আরও খবর