টেকনাফে নাশকতা মামলায় ৩১জন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী কারাগারে

হুমায়ূন রশিদ :

টেকনাফ থানার পৃথক ২টি নাশকতা মামলায় আদালতে জামিন নিতে গিয়েই হ্নীলা ইউনিয়নের ৩১ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২ জানুয়ারী দুপুরে টেকনাফের পৃথক ২টি নাশকতা মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে উপজেলার হ্নীলা নাইক্ষ্যংখালীর সৈয়দ হোছনের পুত্র সিরাজ উদ্দিন, হায়দর আলমের পুত্র রশিদ আহমদ,হ্নীলা পূর্ব সিকদার পাড়ার ইসলাম মিয়ার পুত্র রবি আলম, শামসুল আলমের পুত্র মোহাম্মদ ইসমাঈল, মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোক্তার আহমদ, হ্নীলা পানখালীর মৃত আব্দুল মজিদের পুত্র নুর জাফর, মমতাজ আহমদের পুত্র দিলদার আহমদ, মৃত আব্দুস সালামের পুত্র আবু বক্কর, মৃত নুর আহমদের পুত্র মোক্তার আহমদ, মৃত রশিদ আহমদের পুত্র রফিক,হ্নীলা সিকদার পাড়ার সৈয়দ নুরের পুত্র ডাঃ সোহেল, মৃত সৈয়দ হোসনের পুত্র মোঃ আব্দুল্লাহ, মৃত আব্দুস সবুরের পুত্র সরওয়ার, রশিদ আহমদের পুত্র ওসমান, পশ্চিম সিকদার পাড়ার আব্দুল কাদেরের পুত্র আব্দুল্লাহ, জাদিমোরা নয়াপাড়ার সৈয়দ হোসনের পুত্র মোঃ আলী, তৈয়ব আলমের পুত্র অলি হোসেন, নাজির আহমদের পুত্র নুর বশর, খুইল্যা মিয়ার পুত্র দিল মোহাম্মদ, পূর্ব পানখালীর মাষ্টার শাহ আলমের পুত্র রফিক, মৃত আব্দুস সালামের পুত্র মোঃ জাহাঙ্গীর ও আব্দুল মোনাফের পুত্র বাহাদুর শাহ, জাদিমোরার মৃত অলি আহমদের পুত্র আবু তাহের, মাষ্টার জাকের হোছনের পুত্র মুরাদ জিয়া, হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত আবু বক্করের পুত্র মফিজুর রহমান, সালামতের পুত্র শাহজাহান, আবুল বশরের পুত্র নুরুল কবির, উলুচামরীর নাজির হোছনের পুত্র মকবুল আহমদ, পশ্চিম সিকদার পাড়ার হাজী লাল মিয়ার পুত্র মোঃ হারুন, মমতাজ আহমদের পুত্র রশিদ আহমদ ও ফরিদ আহমদসহ ৩৩জন জামিনের আবেদন করেন।

তম্মধ্যে পশ্চিম সিকদার পাড়ার আবু বক্করের পুত্র আব্দু রহিম ও পূর্ব সিকদার পাড়ার শামসুল আলমের পুত্র মোঃ ইব্রাহীম অনুপস্থিত ছিল। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য,আগেই উক্ত মামলায় হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড সাবেক ইউপি মেম্বার আলী আহমদকে কারাগারে প্রেরণ করা হয়।

টেকনাফ থানার জি/আর-৬৮৫/১৮ইং মামলায় ২৪জন এবং অপর একটি নাশকতা মামলায় ৭জনসহ মোট ৩১জনকে কারাগারে প্রেরণের খবর লোকজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আরও খবর