টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের একটি খাল থেকে নবজাতকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এইচ ব্লকের মধ্যবর্তী এলাকার খাল থেকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় কি তা পাওয়া যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-