কক্সবাজার জেলার ৪ আসনে ২৮ প্রার্থী ও তাঁদের প্রতীক

ডেস্ক রিপোর্ট- আগামিকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কক্সবাজার জেলার ৪টি আসনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৮ প্রার্থী। নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৯ টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি রাজনৈতিক দল কক্সবাজার জেলায় প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী হিসেবে ৩ জন অংশগ্রহণ করছেন।
ইতঃপূর্বে জেলার ৪টি আসনে ২৮ প্রার্র্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাঁদের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৭, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৯, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে ৬ ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৬ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ইতোমধ্যে কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী ড. আনসারুল করিম আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের অনুসরণে জাতীয় পার্টির কয়েকজন ২প্রার্থীও একই পন্থা অবলম্বন করেছেন। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে তাঁরা প্রার্থীতা প্রত্যাহার করেননি। এ কারণে ব্যালট পেপারে তাঁদের নাম ও প্রতীক থাকবে। অন্যদিকে আদালত কর্তৃক বৈধ ঘোষিত হওয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদের নাম এবং প্রতীক থাকবে ব্যালট পেপারে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাফর আলম (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত হাসিনা আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি মনোনীত আবু মো: বশিরুল আলম (হাতুড়ি), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আলী আছগর (হাতপাখা), স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী বদিউল আলম (সিংহ), এবং স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী তানিয়া আফরিন (মোটর কার) ।
কক্সবাজারÑ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আশেক উল্লাহ্ রফিক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মোহিবুল্লাহ্ (লাঙ্গল), স্বতন্ত্র (নির্দলীয়) প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ (আপেল), গণফ্রন্ট মনোনীত আনছারুল করিম (মাছ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ জিয়াউর রহমান (চেয়ার), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোঃ শহীদুল্লাহ (হারিকেন), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত জসিম উদ্দিন (হাতপাখা), বিকল্পধারা বাংলাদেশ মনোনীত শাহেদ সরওয়ার (কুলা), এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত আব্ ুইউসুফ মুহাম্মদ মনজুর আহমেদ (মোমবাতি)।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইমুম সরওয়ার কমল (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত লুৎফুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মফিজুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মোঃ হাছন (টেলিভিশন),এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আমিন (হাতপাখা)।
কক্সবাজারÑ৪ (উখিয়াÑটেকনাফ) আসনে ব্যালট পেপারে যাঁদের নাম ও প্রতীক থাকবে তাঁরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শাহীন আক্তার (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত আবুল মঞ্জুর (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট মনোনীত রবিউল হোছাইন (মিনার), বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত সাইফুদ্দিন খালেদ (হারিকেন), এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ শোয়াইব (হাতপাখা)।

আরও খবর