ডেস্ক রিপোর্ট – কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরণকারীকেও আটক করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হ্নীলা দমদমিয়া জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং লাতুরিখোলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রাশেল(১৮) ও একই এলাকার জকির আলমের ছেলে মোঃ রুস্তম(২০)।
পুলিশ জানায় গত ২৫ ডিসেম্বর চট্রগ্রাম বায়েজীদ বোস্তামি দক্ষিণ শহীদ নগর তাজু বিল্ডিং এলাকা থেকে মোঃ হারুনুর রশিদের শিশু সন্তান ফরিদুল ইসলাম (৮) কে অপহরণ করা হয়। পরে অপরহণকারীরা শিশুটির পিতাকে ০১৮৭৭২৩১৪৭০ নম্বর থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করতে থাকে। গত ২৬ ডিসেম্বর বায়েজীদ বোস্তামি থানায় শিশু অপহরণের অভিযোগ করেন ওই শিশুটির বাবা। টেকনাফে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে টেকনাফ থানাকে বিষয়টি অবহিত করে বায়েজীদ বোস্তামি থানা। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।
আটক অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হবে বলে জানান অপহৃত শিশুটির পিতা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-