বার্তা পরিবেশক :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১০ ডিসেম্বর সকাল ৮টা হতে ১১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- ০১। মোঃ ইব্রাহিম ড্রাইভার,পিতা- আঃ ছাত্তার, সাং-বুদিন,থান-চৌদ্দগ্রাম,জেলা- কুমিল্লা, ২। মোঃ বাবুল হেলপার, পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- আঙ্গারিয়া,থানা-লাকসাম,জেলা-কুমিল্লা,
৩। মোঃ এরশা,পিতা- তারা মিয়া, সাং-বিক্রমপুর কলেজ গেইট,থানা ও জেলা-মন্সিগঞ্জ, ৪। জাফর ছাদেক,পিতা- আব্দুর সবুর, সাং- মধ্যম বাহারছড়া ১০নং ওয়ার্ড,থানা ও জেলা- কক্সবাজার,
৫। শাহজাহান,পিতা- আমিন হোসেন,সাং-মন্ডল পাড়া ঈদগাঁও,বর্তমানে শিয়াপাড়া ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার, ৬। মেঃ সিরাজুল ইসলাম, পিতা-ছালেহ আহম্মদ,সাং-গাজির মোনা বড় মহেষখালী,থানা- মহেষখালী, জেলা- কক্সবাজার,
৭। মোঃ ইসলাম, পিতা-মৃত এরশাদুল,সাং- রুমালিয়ারছড়া টেকনাফ্যাং পাহাড় ০৭নং ওয়ার্ড,থানা ও জেলা- কক্সবাজার, ৮। ফরহাদ,পিতা-দিদারুল আলম,সাং-সরকার হাট,থানা-হাটহাজারী,জেলা-চট্টগ্রাম,বর্তমানে দক্ষিণ আদর্শগ্রাম,কলাতলী,থানা ও জেলা- কক্সবাজার,
৯। নুর আলম,পিতা-মৃত গুরা মিয়া,সাং-পূর্ব লেয়শীখালী ৬নং ওয়ার্ড,থানা- কুতুবদিয়া,বর্তমানে সৈকত পাড়া ১২নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার, ১০। মোঃ সাইফুল ইসলাম,পিতা- আব্দুল হক,সাং-এমএম পাড়া ৫নং ওয়ার্ড,থানা ও জেলা- কক্সবাজার,
১১। জসিমউদ্দিন,পিতা- মৃত আমান উল্লাহ,সাং- বাহারছড়া জালালাবাদ,থানা ও জেলা- কক্সবাজারদের কে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-