কক্সবাজারে লাশের পরিবর্তে মিলল বস্তাবন্দি গরুর বাচুর

জার্নাল ডেস্ক :কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় একটি বস্তাবন্দী বস্তু দেখতে পেয়ে লাশ সন্দেহে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে বস্তা খুলে একটি গরুর বাচুর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার(২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে গোলদিঘীর পাড়ের পূর্বপাশে বৌদ্ধমন্দিরের বাউন্ডারিতে বস্তাবন্দী একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা।

পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশের একটি দল সেই বস্তা খুলার পর একটি মৃত গরুর বাচুর পাওয়া যায়য়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে বস্তাটি খুললে সেখানে পাওয়া যায় একটি মৃত গরুর বাচুর। হয়ত কেউ বাচুরটি মারা যাওয়ার পরে বস্তাবর্তী করে ফেলে দিয়েছে।

আরও খবর