মাসিক আইনশৃংখলা সভায় অভিযোগ

টেকনাফে পাহাড়ী ঘিরি পথ দিয়ে ইয়াবা পাচার এখনো অব্যাহত

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ

টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার (ওসি) অপারেশন শরিফ ইবনে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব সোনাআলী।

সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। এছাড়া সভায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জহির হোসেন এমএ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র,ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বক্তারা বলেন, ইয়াবা পাচার কমাতে টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সবাইকে আরো আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় মাদক কারবারে সাথে জড়িতদের বিরুদ্ধে যে অভিযান চলছে সেই অভিযানে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেই দিকটার প্রতি সু-দৃষ্টি রাখার আহবান জানান। বক্তারা আরো বলেন,ইদানিং ইয়াবা পাচারকারীরা কৌশল পরিবর্তন করে পাহাড়ী ঘিরি পথ ব্যবহার করে মাদক ও অস্ত্র পাচার অব্যাহত রেখেছে। এই অপরাধে লিপ্ত রয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃংখলা বাহিনী প্রতি দাবী জানান।এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,গিয়াস উদ্দিন ভুলু।

আরও খবর