উখিয়া ও টেকনাফের ৩ তরুণের পায়ুপথে মিলল ১২০০ পিস ইয়াবা

কক্সবাজার জার্নাল :চট্টগ্রামে তিন তরুণের পায়ুপথে মিলল ১২০০ পিস ইয়াবা। পায়ুপথে এসব ইয়াবা পাচার করা হচ্ছি বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি-দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিন তরুণ হলেন— রবিউল আলম (২২), মাইন উদ্দিন (১৮) ও আবদুল্লাহ (২৫)। তারা টেকনাফ ও উখিয়ার বাসিন্দা।

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিএমপির কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মেরিনার্স রোডের এয়াকুব নগর লইট্যাঘাট ব্রিজ এলাকা থেকে প্রথমে দু’তরুণকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে আরও একজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারের পর ওই তিন তরুণের দেহ তল্লাশি করে কোনো ইয়াবা না পাওয়া যায় না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে পায়ুপথে ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ১২’শ পিস ইয়াবা বের করা হয়।

আরও খবর