কক্সবাজারে গাজাসহ এনজিও সংস্থা ডেনিস রিফিউজি কাউন্সিলের কর্মকর্তা আটক

ডেস্ক রিপোর্ট :কক্সবাজার শহর থেকে গাজাসহ সৈকত শর্মা নামের আইএনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রিপোর্ট লিখাকালে তিনি কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছেন।
সৈকত শর্মা আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ডিআরসি (ডেনিস রিফিউজি কাউন্সিল) এর সহকারী এইচআর পদে কর্মরত এবং শহরের কালুরদোকান এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।
অভিযানকারী সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ডিআরসি কর্মকর্তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর তার কাছ থেকে ৪/৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জানতে ডিআরসি (ডেনিস রিফিউজি কাউন্সিল) এর ব্যবস্থাপক আর্লি বিনসনকে ফোন করলে তিনি প্রথমে রেখে ডেকে উত্তর দেয়ার চেষ্টা করেন।
এরপর বলেন, ‘আমি একটু খোঁজখবর নিয়ে আপনাকে জানাচ্ছি।’ তিনি আর জানাননি।সিবিএন

আরও খবর