ইয়াবাসহ উখিয়ার আব্দুস সালাম আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

 

সীতাকুণ্ডে ৩ লাখ টাকার ইয়াবাসহ মাদক-পাচারকারী মো. আব্দুস সালাম (৪০) কে আটক করছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ।

আজ সোমবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত সালাম কক্সবাজার জেলার উখিয়া থানার চৌধুরীপাড়া ৫ নম্বর ওর্য়ার্ডের মো. পেটান আলীর পুত্র। সে বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ এলাকায ভাড়া বাসায় থাকে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের এএসআই কামাল জানান, হাইওয়ে থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সোনাইছড়ি ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় ঢাকাগামী ইউনকি পরিবহন এর বাস তল্লাশি চালিয়ে যাত্রী মো. আব্দুস সালাম (৪০) কে ৯শ’ পিস ইয়াবা’সহ আটক করি।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, এ ব্যাপারে সীতাকুন্ড মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আরও খবর