ফারুক আহমদ,উখিয়া :
উখিয়ার কোর্টবাজার ষ্টেশনে ভেজাল পণ্যের অবৈধ হাট বসেছে। দক্ষিণ পার্শ্বে মসজিদ রোডে রোহিঙ্গাদের নিত্য পণ্য বিক্রির নামে ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করে ক্রেতা বিক্রেতার সাথে প্রতারনা করে আসছে।
রবিবার সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উর্ত্তীন ও ভেজাল পণ্য সামগ্রী জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্যারাসুট, কুমারিকা, রজনি গন্ধা, তিব্বত তৈল, সাবান, পগ বডি স্প্রে, ফেয়ার এ্যান্ড লাভলী, বৌ রাঙ্গা মেহেদী সহ ইত্যাদি। পরে জব্দকৃত ভেজাল পণ্য নষ্ট করে ফেলা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ অভিযোগ করে বলেন, কোর্টবাজারে দক্ষিণ পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা বাজার নামে অসাধু কিছু ব্যবসায়ী নিম্ন ও মেয়াদ উর্ত্তীণ প্রসাধনি সামগ্রী সহ বিভিন্ন পণ্য এনে বিক্রি করে আসছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-