মোঃ জহিরুল ইসলাম
ডিজেল অকটেন পেট্রোল কেরোসিন
ড্রামে ড্রামে মজুদ রহিয়াছে।
অনেকবার হাতে নিয়ে পরীক্ষা করিয়াছি।
ডিজেল,অকটেন,পেট্রোল কিংবা কেরোসিন কোনটাই চটচটে নয়।
কোনটাই লিঙ্গ উত্থানে কাজে আসিবে না।
লিঙ্গে মালিশ করিলে বরং ধ্বজভঙ্গ রোগ বৃদ্ধি পাইবার সম্ভবনা থাকে।
সরিষা অথবা শান্ডার তেল দামের দিক হইতে অনেক উপরে। তবে বেশ চটচটে অাঠালো।
ঘষলে গরম হয়।
প্রচন্ড বেগে উত্থান হয়।
বেশি ঘষিলে নরম হয়ে আসে।
বড়বাবুর দেহ ও মন দুটোই নাড়িয়ে দেয়।
কিন্তু দামের দিক থেকে ডিজেল, অকটেন,পেট্রোল কিংবা কেরোসিনের চেয়ে বেশি উপরে থাকায় সবার পক্ষে সরিষার তৈল, কিংবা শান্ডার তৈল ক্রয় করে বড়বাবুকে মর্দন করা সম্ভব হয় না।
বড়বাবুরা যে এত বেশি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত তা আগে থেকে জানিতে পারলে আমি বিদ্যার পেছনে না ছুটিয়া সরিষার চাষ শিখিতাম।
আর বড়বাবুদের লিঙ্গে তৈল মর্দন করিবার জন্য বড়বাবুদের শিক্ষিত অন্ধ অধস্তনদেরকে সরিষার তৈল সরবরাহ করিতাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-