ইয়াবাসহ উখিয়ার সুকুমার ও দিদারুল আটক : বাস জব্দ

হুমায়ূন রশিদ,টেকনাফ

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ টেকনাফ সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে ইয়াবাসহ চালক-হেলপারকে আটক করেছে।

এই ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৯টারদিকে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই চন্দন সিনহা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (চট্টমেট্রো-জ-১১-১৮৯০) তল্লাশী চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবার পুটলাসহ গাড়ির চালক উখিয়া উপজেলার রুমখাঁ মহাজন পাড়ার মৃত নীলকান্ত বড়ুয়ার পুত্র সুকুমার বড়ুয়া (৪৮) ও হেলপার বালুখালীর মৃত নুরুল আলমের পুত্র মোঃ দিদারুল আলম (২৬) কে আটক করে।

পরে গণনা করে ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৫ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এসময় মাদকের চালান পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত চালক-হেলপারসহ বাসটি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর