রায়হান সিকদার,লোহাগাড়া :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত্রে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৫৫পিচ ইয়াবা, ১০ লিটার চোলাইমদসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত হল কক্সবাজার জেলার উখিয়ার নুরুল হকের পুত্র মিজান (১৮), লোহার দিঘীর পাড় এ
লাকার ফজলুল হকের পুত্র এহেছান (১৮) ও পদুয়া ইউনিয়নের মৃত আব্দুর রহমানের পুত্র শাহ্ আলম (৪২)।
লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, গেপান সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া ও এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫পিচ ইয়াবা, ১০লিটার চোলাইমদসহ ৩জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-