এক লক্ষ ইয়াবাসহ উখিয়ার বেলাল আটক

আবদুল্লাহ আল আজিজ :

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১লক্ষ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নির্দেশে এস.আই চন্দন চন্দ্র দাশ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স টেকনাফ কক্সবাজার সড়কের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী হাইয়েস চট্রমেট্টো ছ-১১-১৪৫৮ তল্লাশী চালিয়ে গাড়ির স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১লক্ষ পিস ইয়াবাসহ মোঃ বেলাল (২৫) কে আটক ও হাইয়েস জব্দ করা হয়। মোঃ বেলাল উখিয়া উপজেলার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের রামু থানায় মামলা দায়ের করেছেন বলে তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

আরও খবর