উখিয়ায় গুলির খোসা, রামদা, কিরিচসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক – উখিয়া থানা পুলিশ সোমবার ভোর রাতে পালংখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামের কুখ্যাত ডাকাত উসমানের বাড়ীতে ব্যাপক তল্লাসি অভিযান চালিয়ে ৩ টি গুলির খোসা, দুটি রামদা, ৩টি কিরিচসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করলেও তার কাছে থাকা অবৈধ অস্ত্রের সন্ধান পায়নি।

উখিয়া থানার সহকারী উপ- পরিদর্শক আনোয়ার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে উসমান ডাকাত অস্ত্র নিয়ে পালিয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর