কক্সবাজার জার্নাল – ইয়াবা পাচারের দায়ে টেকনাফের দুই ইয়াবা ব্যবসায়ীকে পাঁচ বছর ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ‘কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়ার মৃত ফয়েজ উল্লাহর ছেলে মো. হোসাইন ও টেকনাফ সদরের খোয়াংছড়িপাড়ার নির্মল ধরের ছেলে সুমন ধর।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর ২ বিজিবির সদস্যরা ১ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে। ওই মামলায় দীর্ঘ শুনানির পর এ রায় দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ জানান, ইয়াবা পাচার করার সময় তাদের আটক করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় ঘোষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-