লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আরাফাত, দিদার, ছিদ্দিক ও নাজিম । তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিনিবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। দূর্ঘটনা্য় আরো কযেকজন গুরতর আহত হয়েছেন। দূর্ঘটনায় উভয় বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনিবাসটি উখিয়ার কোটবাজার এলাকা থেকে যাত্রী নিয়ে লোহাগাড়া-সাতকানিয়ায় আসছিল। তারা সবাই কোটবাজারে ব্যবসায়ী বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-