ঘুমধুমে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত ঘুমধুম বিওপির অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা সমন্বিত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে। গত কয়েক সপ্তাহে মাদকসহ অন্যান্য চোরাচালান ও অপরাধ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে। ১৭ মার্চ ঘুমধুম বিওপির বিশেষ অভিযানে নোয়াপাড়া জয়নালের ঘের নামক স্থানে কাপড়ের ব্যাগ হাতে নিয়ে ২ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান দল তল্লাশী করে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

আরও খবর