নববিবাহিত বউকে নিয়ে ঈদের কেনাকাটা করা হলো না রায়হানের: সড়কে ঝরল প্রাণ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে পালকি পরিবহনের ধাক্কায় অটোরিকশা যাত্রী মো. রায়হান (২০) নিহত হয়েছেন।

১৭ মার্চ (সোমবার) পানেরছড়া ঢালার আদর্শ গ্রাম নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় রায়হানের মাথায় নিচে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে এবং ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান। সে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত মোহাম্মদ তাহের এবং হাজেরা বেগমের সন্তান। তিনি অপ্পো মোবাইল ব্রান্ডের প্রমোটার হিসেবে কোটবাজারস্থ মোবাইল প্লাসে কর্মরত ছিলেন।

নিহত রায়হানের মা হাজেরা বেগম ছেলের মৃত্যুর খবর শুনে যেন বাকরূদ্ধ। শুধু একটি কথায় তার মুখে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। হাজেরা বেগমের বুকফাটা কান্নায় যেন স্তম্ভিত হয়ে রয়েছে হাসপাতালের চারপাশ।

রায়হানের সহকর্মী মোবাইল প্লাসের সত্বাধিকারী মো. নুরুল আবছার বলেন, রায়হানের বিয়ে হয়েছে মাত্র ২ মাস হলো। বিয়ের এখনো আনুষ্ঠানিকতা হয়নি। তারা স্বামী স্ত্রী দুজনই ছিল সিএনজিতে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের জন্য কেনাকাটা এবং গতকাল তার মোবাইল পড়ে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ায় ছুটি নিয়ে কক্সবাজারে যাচ্ছিলেন। এরমধ্যে পানেরছড়া ঢালায় পৌঁছালে ঘাতক পালকি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান এবং সেখানেই প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মৃত্যু হয় তাঁর। এছাড়াও রায়হানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

রামু রামু হাইওয়ে ক্রসিং থানা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেলে পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে মানুষের শোকবার্তা। এই নির্মম মৃত্যু ব্যথিত করেছে কোটবাজারের ব্যবসায়ী মহল ও তার পরিবার ও বন্ধুদের। ইতোমধ্যে অনেকে তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরও খবর