প্রকাশিত সংবাদে বালুখালীর ফরিদের প্রতিবাদ

বার্তা পরিবেশক :


উখিয়ায় ইয়াবা উদ্ধার হলেও আটক হচ্ছেনা গডফাদার : বেপরোয়া কারবারীরা ” শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক সকালের সময়, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জার্নাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে নানাবিধ অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে।

যা বর্তমান প্রেক্ষাপটের সাথে মোটেও বাস্তবসম্মত নয়। তাই প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার কিছু কথা পাঠক মহলের কাছে তুলে ধরছি। মুলত আমি একজন সাধারণ পরিবারের সন্তান। স্থানীয় ভাবে বৈধ ব্যবসা বানিজ্য করে জীবন যাপন করে যাচ্ছি। বিগত স্থানীয় নির্বাচনে আমার পরিবারের একজন সদস্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এরপর থেকে এলাকায় শালিস বিচার ও নানান সামাজিক কর্মকান্ডে আমাদের সম্পৃক্ততা বেড়ে যায়। এসব সহ্য করতে না পেরে এলাকার একটি কুচক্রী মহল নানা ভাবে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের হয়রানি করতে ওঠে পডে লাগে।

এরই ধারাবাহিকতায় সেই কুচক্রী মহলটি প্রশাসনকে ভূল বুঝায়। ফলে প্রশাসন অন্যায় ভাবে আমাদের উপর চরম অমানবিকতা চালিয়ে ইয়াবা ব্যবসায়ীর তকমা দিয়ে আমার চা দোকানদার ভাইকে ক্রসফায়ারের নামে হত্যা করে। পরবর্তীতে আমার উপর চড়াও হয়ে আমাকেও সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে চরম সম্মানহানি করে। এরপর আমরা এলাকায় কোন অন্যায় কর্মকান্ডের সাথে সম্পৃক্ত না থাকলেও সেই কুচক্রী মহল থেমে নেই। কিভাবে আমাদের ক্ষতি করবে সবসময় সেই চক্রান্তে লিপ্ত থাকে। তারা আমাদের সামনে ভালো দেখায় এবং গোপনে আমাদের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে। এসব চক্রান্তের একটি অংশ হচ্ছে সম্মানিত সাংবাদিক ভাইদের ভূলবুঝিয়ে ও মিথ্যা তথ্যদিয়ে জনমনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায়। এতে আমরা সামাজিক ভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তাই প্রকাশিত এসব সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত নাহতে সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • নিবেদক
    ফরিদুল আলম

আরও খবর