ফারিরবিল মাদ্রাসায় বহুমুখী উন্নয়নে কাজ করা হবে: এম মোকতার আহমেদ

ইমরান আল মাহমুদ:
মাদ্রাসা শিক্ষার বহুমুখী উন্নয়নে কাজ করা হবে। অবকাঠামো, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন পালংখালী মিনহাজুল কুরআন আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি এম মোকতার আহমেদ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে মাদ্রাসা অফিস কক্ষে আয়োজিত শিক্ষকদের সাথে এডহক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এম মোকতার আরও বলেন, পালংখালী হচ্ছে মিয়ানমার সীমান্তবর্তী একটি এলাকা। এখানে যেভাবে মাদকের ছড়াছড়ি এবং বহুমুখী অপরাধপ্রবণ এলাকা। এর মাঝেও শিক্ষার ক্ষেত্রে এখানকার মানুষ পিছিয়ে নেই। আমাদের সবাইকে সু-শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করে আদর্শ সমাজ গঠন সর্বোপরি কল্যাণকর রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকতে হবে। পড়ালেখা সহ অবকাঠামোগত উন্নয়নে এডহক কমিটির সবাইকে সাথে নিয়ে কাজ করবো ইনশা আল্লাহ।”

এদিকে, নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সাথে নিয়ে মাদ্রাসায় আগমন করলে সভাপতিকে ফুলেল শুভেচছা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আবুল আলা রোমান,শিক্ষক সদস্য হোসাইন মাহমুদ জুলু, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার,শিক্ষক রাশেদ আনোয়ার,জামাল মাহমুদ,আক্তার মাহমুদ প্রমুখ।

আরও খবর