
তাওহীদুল ইসলাম রাপীঃ
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া পালং ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড শাখা।
রবিবার, ৯ মার্চ, রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের দ্বিতীয় তলার শ্রেণি কক্ষে আলোচনা সভার অনুষ্ঠানটি আয়োজিত হয়।
হলদিয়া পালং ৯ নং ওয়ার্ড সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমির মাওলানা আবুল ফজল, হলদিয়া পালং ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি মাস্টার সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্র শিবির, জামায়াতে ইসলামী যুব বিভাগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং কর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন, “সমস্ত তাগুতী ব্যবস্থাকে নস্যাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীনকে একমাত্র রাষ্ট্র ও জীবন ব্যবস্থা হিসেবে কায়েম করাই আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য পূরণে ধর্মপ্রাণ সকল মুসলমান সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”
রমজান মাস ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হয়। এই মাসে মুসলমানরা রোজা রাখেন, ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করেন এবং আত্মশুদ্ধির চেষ্টা করেন। আলোচনা সভায় রমজান মাসের তাৎপর্য, রোজার ফজিলত, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ইফতার মাহফিলের মাধ্যমে উপস্থিত সকলকে একত্রে ইফতার করানো হয়, যা ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
এই ধরনের আয়োজন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে বলে সচেতন মহল মনে করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-