রমজানে বাজার স্থিতিশীল রাখতে উখিয়ায় তদারকি অভিযান অব্যাহত, অর্থদণ্ড

কক্সবাজার জার্নাল ডটকম :

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উখিয়ায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারে সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন-এর নেতৃত্বে দ্বিতীয় বারের মতো এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে। যা ভোক্তার নাগালের বাইরে চলে যায়। কোটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা গলাকাটা বাণিজ্য করছে।

এমতাবস্থায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা প্রদানের পাশাপাশি আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করেছেন।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা,ফুটপাত দখল না করতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ না করার সাবধান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, ‘পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তার নাগালের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবেনা। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”

এদিকে, একিভাবে উপজেলার পালংখালী, বালুখালী, কুতুপালং, সোনারপাড়া বাজারে তদারকি অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

আরও খবর