উখিয়ায় ইউএনও’র নির্দেশনা অমান্য: অবশেষে মোবাইল কোর্ট, জরিমানা

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :

বহুমুখী সমস্যায় জর্জরিত উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার(২ মার্চ) দুপুরে দুই দফা অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। এসময় কোর্টবাজার স্টেশনে যত্রতত্র সড়কের উপর বসা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দুই মামলায় ২হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একইদিন বিকেলে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় তিনি স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইনে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া সড়কের পাশে অবস্থিত ড্রেন অর্থাৎ হাঁটা-চলার পথ দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাইকার ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রদান করেন তিনি।

জানা যায়, পবিত্র রমজান মাসে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায় সড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। যার ফলে সৃষ্ট হয় যানজট সহ নানা ধরনের সমস্যা।

উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ২২হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

ইউএনও জানান,” অবৈধভাবে যারা সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।”

আরও খবর