খাটের নিচে মিলল বিপুল ইয়াবা, কক্সবাজারের নারী কারবারিসহ দুজন গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে প্রায় দুই কোটি ৫০ হাজার টাকা মূল্যের ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা এবং ১৮.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-০৭।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর থানাধীন রামপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুশি আক্তার প্র: খুশিদা আক্তার (২৫)। সে কক্সবাজার সদর পান বাজার রোড এলাকার আব্দুর রহমানের মেয়ে। চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এলাকার খুশিদার বাসার বেড রুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ফেনীর সদর রামপুর থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮.৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ফেনী দাগনভূইয়া এলাকার নুর নবী হোসেনের ছেলে মোশারফ (২৩)-কে। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব- ০৭।

আরও খবর